২০২০

পরিচ্ছেদঃ ৯১. মক্কার পবিত্রতা

২০২০। মূসা ইবনু বাযান (রহ.) বলেন, আমি ইয়া’লা ইবনু উমায়্যাহ (রাযি.)-এর কাছে এলে তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ হেরেম এলাকায় খাদ্যশস্য গুদামজাত করে রাখা ধর্মদ্রোহিতার নামান্তর।[1]

দুর্বলঃ যঈফ আল-জামি’উস সাগীর (১৮৪), মিশকাত (২৭২৩)।

بَابُ تَحْرِيمِ حَرَمِ مَكَّةَ

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ جَعْفَرِ بْنِ يَحْيَى بْنِ ثَوْبَانَ، أَخْبَرَنِي عِمَارَةُ بْنُ ثَوْبَانَ، حَدَّثَنِي مُوسَى بْنُ بَاذَانَ، قَالَ: أَتَيْتُ يَعْلَى بْنَ أُمَيَّةَ، فَقَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: احْتِكَارُ الطَّعَامِ فِي الْحَرَمِ إِلْحَادٌ فِيهِ ضعيف // ضعيف الجامع الصغير (٢٨٤)، المشكاة (٢٧٢٣)


Narrated Ya'la ibn Umayyah: The Prophet (ﷺ) said: Hoarding up food (to sell it at a high price) in the sacred territory is a deviation (from right to wrong).


হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ