১৯৬১

পরিচ্ছেদঃ ৭৭. মিনাতে সালাত আদায়

১৯৬১। আয-যুহরী (রহ.) সূত্রে বর্ণিত। ’উসমান (রাযি.) মিনাতে চার রাক’আত সালাত আদায় করেছেন। কারণ তিনি হজের (হজ্জের) পর সেখানে কিছুদিন অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছিলেন।[1]

দুর্বল।

بَابُ الصَّلَاةِ بِمِنًى

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ، أَخْبَرَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، أَنَّ عُثْمَانَ إِنَّمَا صَلَّى بِمِنًى أَرْبَعًا لِأَنَّهُ أَجْمَعَ عَلَى الْإِقَامَةِ بَعْدَ الْحَجِّ ضعيف


Narrated Az-Zuhri: Uthman prayed four rak'ahs at Mina because he resolved to stay there after hajj.