কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
১৮৫৫
পরিচ্ছেদঃ ৪৩. মুহরিম ব্যক্তির পঙ্গপাল শিকার করা প্রসঙ্গে
১৮৫৫। কা’ব ইবনু ’উজরাহ (রাযি.) সূত্রে বর্ণিত। তিনি বলেন, ফড়িং সামুদ্রিক শিকারের অন্তর্ভুক্ত।[1]
দুর্বল।
[1]. এটি গত হয়েছে হা/১৮৫৩। সনদের মায়মূনকে যদিও ইবনু হিববান এবং আজালী সিকাহ বলেছেন। কিন্তু তার সম্পর্কে ইমাম বায়হাক্বী বলেন: তিনি পরিচিত নন। আল্লামা মুনযিরী ও ইমাম আযদী বলেন: তার হাদীস দ্বারা দলীল গ্রহণযোগ্য নয়। উকায়লী বলেন: তার হাদীস সহীহ নয়। ইমাম যাহাবী তাকে যুআফা গ্রন্থে উল্লেখ করেছেন।
بَابٌ فِي الْجَرَادِ لِلْمُحْرِمِ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ مَيْمُونِ بْنِ جَابَانَ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ كَعْبٍ، قَالَ: الْجَرَادُ مِنْ صَيْدِ الْبَحْرِ ضعيف
Ka’ab said “Locusts are counted along with the game of the sea.”