১৪৩৬

পরিচ্ছেদঃ ৩৪৩. বিতর সালাতের ওয়াক্ত প্রসঙ্গে

১৪৩৬। ইবনু ’উমার রাযিয়াল্লাহু ’আনহুমা সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা সুবহি সাদিকের আগেই বিতর আদায় করে নিবে।[1]

সহীহ।

باب فِي وَقْتِ الْوِتْرِ

حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، قَالَ حَدَّثَنِي عُبَيْدُ اللهِ بْنُ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلي الله عليه وسلم قَالَ ‏"‏ بَادِرُوا الصُّبْحَ بِالْوِتْرِ ‏"‏ ‏.‏ - صحيح


Ibn 'Umar reported the Prophet (ﷺ) as saying: Make haste to observe the witr prayer before morning.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ