কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
১৪৩৬
পরিচ্ছেদঃ ৩৪৩. বিতর সালাতের ওয়াক্ত প্রসঙ্গে
১৪৩৬। ইবনু ’উমার রাযিয়াল্লাহু ’আনহুমা সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা সুবহি সাদিকের আগেই বিতর আদায় করে নিবে।[1]
সহীহ।
[1] মুসলিম (অধ্যায় : মুসাফিরের সালাত, অনুঃ রাতের সালাত দু’ দু’ রাক‘আত করে), তিরমিযী (অধ্যায় : সালাত, হাঃ ৪৬৭, ইমাম তিরমিযী বলেন, এ হাদীসটি হাসান সহীহ), আহমাদ (২/৩৭) ‘উবাইদুল্লাহ হতে।
باب فِي وَقْتِ الْوِتْرِ
حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، قَالَ حَدَّثَنِي عُبَيْدُ اللهِ بْنُ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلي الله عليه وسلم قَالَ " بَادِرُوا الصُّبْحَ بِالْوِتْرِ " . - صحيح
Ibn 'Umar reported the Prophet (ﷺ) as saying:
Make haste to observe the witr prayer before morning.