কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
১২৫৩
পরিচ্ছেদঃ ২৯০. নফল ও সুন্নাত সালাতের রাক‘আত সংখ্যা প্রসঙ্গে
১২৫৩। ’আয়িশাহ্ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুহরের পূর্বে চার রাক’আত ও ফজরের পূর্বে দু’ রাক’আত সালাত কখনো ছাড়তেন না।[1]
সহীহ : বুখারী।
[1] বুখারী (অধ্যায় : তাহাজ্জুদ, অনুঃ যুহরের পূর্বে দুই রাক‘আত, হাঃ ১১৮২), নাসায়ী (অধ্যায় : ক্বিয়ামুল লাইল, অনুঃ ফজরের পূর্বের দু’ রাক‘আত সালাতের হিফাযাত করা, হাঃ ১৭৫৭), আহমাদ (৬/৬৩) সকলে শু‘বাহ হতে।
باب التَّطَوُّعِ وَرَكَعَاتِ السُّنَّةِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ الْمُنْتَشِرِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صلي الله عليه وسلم كَانَ لَا يَدَعُ أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ وَرَكْعَتَيْنِ قَبْلَ صَلَاةِ الْغَدَاةِ . - صحيح : خ
Narrated 'Aishah:
The Prophet (ﷺ) never omitted four rak'ahs before the noon prayer, and two rak'ahs before the dawn prayer.