১২৫২

পরিচ্ছেদঃ ২৯০. নফল ও সুন্নাত সালাতের রাক‘আত সংখ্যা প্রসঙ্গে

১২৫২। ’আবদুল্লাহ ইবনু ’উমার রাযিয়াল্লাহু ’আনহুমা সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুহরের (ফারয সালাতের) পূর্বে দু’ রাক’আত ও পরে দু’ রাক’আত, মাগরিবের পর দু’ রাক’আত সালাত তাঁর ঘরে আদায় করতেন। তিনি ’ইশার পরে দু’ রাক’আত সালাত আদায় করতেন। আর জুমু’আহর (ফারয সালাতের) পরে ঘরে এসে দু’ রাক’আত আদায় করতেন।[1]

সহীহ : বুখারী, মুসলিমে কেবল জুমু’আহর পর দু’ রাক’আত।

باب التَّطَوُّعِ وَرَكَعَاتِ السُّنَّةِ

حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، أَنَّ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي قَبْلَ الظُّهْرِ رَكْعَتَيْنِ وَبَعْدَهَا رَكْعَتَيْنِ وَبَعْدَ الْمَغْرِبِ رَكْعَتَيْنِ فِي بَيْتِهِ وَبَعْدَ صَلَاةِ الْعِشَاءِ رَكْعَتَيْنِ، وَكَانَ لَا يُصَلِّي بَعْدَ الْجُمُعَةِ حَتَّى يَنْصَرِفَ فَيُصَلِّي رَكْعَتَيْنِ ‏.‏ - صحيح : خ، م الركعتين بعد الجمعة فقط


Narrated Abd Allah b. 'Umar: The Messenger of Allah (ﷺ) would pray two rak'ahs before and two after the noon prayer, two after the sunset prayer in his house, and two after the night prayer. He would not pray after the Friday prayer till he departed. He would then pray two rak'ahs.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ