কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৫৩৫
পরিচ্ছেদঃ ৪২. অন্ধ ব্যক্তির আযান দেয়া
৫৩৫। ’আয়িশাহ্ (রাঃ) সূত্রে বর্ণিত। ইবনু উম্মে মাকতূম (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মুয়াজ্জিন ছিলেন। আর তিনি ছিলেন অন্ধ।[1]
সহীহ : মুসলিম।
[1] মুসলিম (অধ্যায়ঃ সালাত, অনুঃ অন্ধ ব্যক্তির সাথে চক্ষুমান লোক থাকলে তার আযান দেয়া জায়িয) হিশাম সূত্রে।
باب الأَذَانِ لِلأَعْمَى
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يَحْيَى بْنِ عَبْدِ اللهِ بْنِ سَالِمِ بْنِ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، وَسَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ ابْنَ أُمِّ مَكْتُومٍ، كَانَ مُؤَذِّنًا لِرَسُولِ اللهِ صلي الله عليه وسلم وَهُوَ أَعْمَى . - صحيح : م
‘A’ishah reported:
Ibn Umm Maktum was the mu'adhdhin of the Messenger of Allah (May peace be upon him) and he was blind.