কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৫০৯
পরিচ্ছেদঃ ২৯. ইক্বামাতের বর্ণনা
৫০৯। আনাস (রাঃ) সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত আছে। ইসমাঈল বলেন, আমি এ হাদীস আইউবের নিকট বর্ণনা করলে তিনি বলেন, কিন্তু ক্বাদ ক্বামাতিস্ সলাহ (বাক্যটি জোড় সংখ্যায় বলবে)।[1]
[1] বুখারী (অধ্যায়ঃ সালাত, অনুঃ আযানের শব্দগুলো দু’বার করে বলতে হবে, হাঃ ৬০৫), মুসলিম (অধ্যায়ঃ সালাত, অনুঃ আযানের শব্দগুলো দু’বার করে বলতে হবে) আবূ ক্বিবলাহ সূত্রে।
باب فِي الإِقَامَةِ
حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَنَسٍ، مِثْلَ حَدِيثِ وُهَيْبٍ . قَالَ إِسْمَاعِيلُ فَحَدَّثْتُ بِهِ، أَيُّوبَ فَقَالَ إِلَّا الإِقَامَةَ .
Anas reported the tradition like that of Wuhaib. Ismail said:
I narrated this tradition to Ayyub who said: “Except IQAMAH”.