১৬৭

পরিচ্ছেদঃ ৬৪. লজ্জাস্থানে পানি ছিটানো

১৬৭। সাক্বীফ গোত্রের জনৈক ব্যক্তি হতে তাঁর পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে পেশাব করে লজ্জাস্থানে পানি ছিটা দিতে দেখেছি।[1]

সহীহ।

باب فِي الاِنْتِضَاحِ

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ رَجُلٍ، مِنْ ثَقِيفٍ عَنْ أَبِيهِ، قَالَ رَأَيْتُ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم بَالَ ثُمَّ نَضَحَ فَرْجَهُ ‏.‏ - صحيح


A man from Thaqif on the authority of his father reported: I saw the Messenger of Allah (ﷺ) urinate, and he sprinkled water on the private parts of his body.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ