কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
১৪৭৫
পরিচ্ছেদঃ ৪৮. তৃতীয় অনুচ্ছেদ - কুরবানী
১৪৭৫-[২৩] ইবনু ’উমার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় দশ বছর বসবাস করেছেন। (আর এ দশ বছরই) তিনি একাধারে প্রতি বছর কুরবানী করেছেন। (তিরমিযী)[1]
[1] য‘ঈফ : আত্ তিরমিযী ১৫০৭, আহমাদ ৪৯৫৫। কারণ এর সানাদে হাজ্জাজ বিন আরত্বত একজন মুদ্দালিস রাবী। তিনি عنعن সূত্রে হাদীস বর্ণনা করেছেন।
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: أَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ عَشْرَ سِنِينَ يُضحي. رَوَاهُ التِّرْمِذِيّ
ব্যাখ্যা: অনেকে এ হাদীস দ্বারা কুরবানী করা ওয়াজিব হিসেবে দলীল প্রমাণ করে। মুল্লা ‘আলী ক্বারী বলেন, তার নিরবিচ্ছিন্নভাবে সম্পাদন করাই প্রমাণ করে ওয়াজিব শুধুমাত্র নিরবিচ্ছিন্নভাবে সম্পাদন করলে ওয়াজিব হিসেবে প্রমাণিত হয় না যা সুস্পষ্ট।