১২৩

পরিচ্ছেদঃ

১২৩. আবদুল্লাহ ইবনে হারিস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে মসজিদে ভূনা মাংস খেয়েছি।

حَدَّثَنَا قُتَيْبَةُ ، قَالَ : حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ ، عَنْ سُلَيْمَانَ بْنِ زِيَادٍ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ ، قَالَ : " أَكَلْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شِوَاءً فِي الْمَسْجِدِ " .


Abdullah bin Haarith Radiyallahu'Anhu says.. "We ate roasted meat with Rasulullah Sallallahu 'Alayhi Wasallam in the masjid".

এ হাদীসের আলোকে বুঝা যায়, একা বা জামা’আতবদ্ধভাবে মসজিদে পানাহার করা বৈধ, তবে মসজিদের পবিত্রতা-পরিচ্ছন্নতা রক্ষা করতে হবে।


From this we find that it is perrnissible to eat and drink in the masjid, on condition that the masjid does not become untidy, otherwise it is makruh to do so. It is possible that this was at the time of i'tikaaf (in Ramadaan). It was the practice of Sayyidina Rasulullah Sallallahu 'Alayhi Wasallam to observe i'tikaaf every year, and at that time it is obvious that one eats in the masjid.