লগইন করুন
পরিচ্ছেদঃ হাত দিয়ে তাসবীহ গণনা করা
৩৪৮৬. মুহাম্মদ ইবন আবদুল আ’লা (রহঃ) ..... আবদুল্লাহ ইবন আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তার হাত দ্বারা তাসবীহ গণনা করতে দেখেছি।
আ’মাশ (রহঃ) ... আতা ইবন সাইব (রহঃ) সূত্রে বর্ণিত রিওয়ায়াত হিসাবে হাদীসটি হাসান গারীব। শু’বা এবং ছাওরী (রহঃ) এই হাদীসটি আতা ইবন সাইব (রহঃ) থেকে দীর্ঘ করে রিওয়ায়াত করেছেন। এই বিষয়ে ইউসায়রা বিনত ইয়াসির রাদিয়াল্লাহু আনহা থেকেও হাদীস বর্ণিত আছে।
সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪৮৬ [আল মাদানী প্রকাশনী]
باب مَا جَاءَ فِي عَقْدِ التَّسْبِيحِ بِالْيَدِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى، - بَصْرِيٌّ - حَدَّثَنَا عَثَّامُ بْنُ عَلِيٍّ، عَنِ الأَعْمَشِ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَعْقِدُ التَّسْبِيحَ . وَقَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ الأَعْمَشِ عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ . وَرَوَى شُعْبَةُ وَالثَّوْرِيُّ هَذَا الْحَدِيثَ عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ بِطُولِهِ . وَفِي الْبَابِ عَنْ يُسَيْرَةَ بِنْتِ يَاسِرٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم
Abdullah bin Amr narrated:
“I saw the Prophet counting the Tasbih on his hand.”