২১০৩

পরিচ্ছেদঃ ১১/৫. শপথ হয় গুনাহ অথবা অনুতাপের কারণ।

১/২১০৩। ইবনু ’উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ বস্তুত শপথ হলো গুনাহ অথবা অনুতাপ।

بَاب الْيَمِينُ حِنْثٌ أَوْ نَدَمٌ

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ بَشَّارِ بْنِ كِدَامٍ، عَنْ مُحَمَّدِ بْنِ زَيْدٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِنَّمَا الْحَلِفُ حِنْثٌ أَوْ نَدَمٌ ‏"‏ ‏.‏


It was narrated from Ibn 'Umar that : the Messenger of Allah (ﷺ) said: "An oath (leads to) either sin or regret. "


হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ