৩০৬৩

পরিচ্ছেদঃ সূরা আল-মাইদা

৩০৬৩. কুতায়বা (রহঃ) ..... আবদুল্লাহ ইবন আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেনঃ সর্বশেষ সূরা নাযিল হয় সূরা আল-মায়িদা।*

হাদীসটি হাসান-গারীব। ইবন আব্বাস (রহঃ) সূত্রে বর্ণিত তিনি বলেনঃ সর্বশেষ সূরা নাযিল হয়, ইযা জাআ নাসরুল্লাহ্ ওয়াল ফাতহ্।

যঈফ, তিরমিজী হাদিস নম্বরঃ ৩০৬৩ [আল মাদানী প্রকাশনী]

بَابٌ: وَمِنْ سُورَةِ الْمَائِدَةِ

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، عَنْ حُيَىٍّ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ آخِرُ سُورَةٍ أُنْزِلَتْ سُورَةُ الْمَائِدَةِ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ ‏.‏ وَرُوِيَ عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّهُ قَالَ آخِرُ سُورَةٍ أُنْزِلَتْ ‏:‏ ‏(‏إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ ‏)‏ ‏.‏


Narrated 'Abdullah bin 'Amr: "The last Surah revealed was Surat Al-Ma'idah and Al-Fath."