লগইন করুন
পরিচ্ছেদঃ সূরা আন-নিসা
৩০৪১. আবদ ইবন হুমায়দ (রহঃ) .... বারা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেনঃ কুরআন শরীফের (মীরাছের বিষয়ে) শেষ যে আয়াত নাযিল হয় তা হলঃ
يَسْتَفْتُونَكَ قُلِ اللَّهُ يُفْتِيكُمْ فِي الْكَلاَلَةِ
লোকে তোমার নিকট ব্যবস্থা জানতে চায়। বল, পিতামাতা নিঃসন্তান ব্যক্তি সম্বদ্ধে তোমাদেরকে আল্লাহ্ জানাচ্ছেন। (৪ঃ ১৭৬)।
সহীহ, সহীহ আবু দাউদ ২৫৭০, বুখারি ৪৬০৫, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৩০৪১ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান। আবুস সাফার (রহঃ) এর নাম সাঈদ ইবন আহমদ। ইবন ইউহমিদ ছাওরী বলেও কথিত আছে।
بَابٌ: وَمِنْ سُورَةِ النِّسَاءِ
حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا مَالِكُ بْنُ مِغْوَلٍ، عَنْ أَبِي السَّفَرِ، عَنِ الْبَرَاءِ، قَالَ آخِرُ آيَةٍ أُنْزِلَتْ أَوْ آخِرُ شَيْءٍ نَزَلَ : ( يَسْتَفْتُونَكَ قُلِ اللَّهُ يُفْتِيكُمْ فِي الْكَلاَلَةِ ) . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ وَأَبُو السَّفَرِ اسْمُهُ سَعِيدُ بْنُ أَحْمَدَ الثَّوْرِيُّ وَيُقَالُ ابْنُ يُحْمِدَ .
Narrated Al-Bara:
"The last Ayah revealed" or, "The last thing revealed was: They ask you about a legal verdict. Say: 'Allah directs (thus) regarding Al-Kalalah (4:176).'"