২৮৩৯

পরিচ্ছেদঃ নাম পরিবর্তন করা।

২৮৩৯. আবূ বকর ইবন নাফী’ বাসরী (রহঃ) ..... আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ নাম পরিবর্তন করে দিতেন।

সহীহ, সহীহাহ ২০৭-২০৮, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮৩৯ [আল মাদানী প্রকাশনী]

আবূ বকর ইবন নাফি’ (রহঃ) বলেনঃ এ হাদীসের সনদের ক্ষেত্রে উমর ইবন আলী অনেক সময় হিশাম ইবন উরওয়া-তার পিতা উরওয়া (রহঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুরসাল করেছেন। এতে তিনি আয়িশা রাদিয়াল্লাহু আনহা এর উল্লেখ করেন নি।

بَابُ مَا جَاءَ فِي تَغْيِيرِ الأَسْمَاءِ

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ نَافِعٍ الْبَصْرِيُّ، حَدَّثَنَا عُمَرُ بْنُ عَلِيٍّ الْمُقَدَّمِيُّ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يُغَيِّرُ الاِسْمَ الْقَبِيحَ ‏.‏ قَالَ أَبُو بَكْرِ بْنُ نَافِعٍ وَرُبَّمَا قَالَ عُمَرُ بْنُ عَلِيٍّ فِي هَذَا الْحَدِيثِ هِشَامُ بْنُ عُرْوَةَ عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مُرْسَلٌ وَلَمْ يَذْكُرْ فِيهِ عَنْ عَائِشَةَ ‏.‏


Narrated 'Aishah: that the Prophet (ﷺ) would change offensive names. Abu Bakr bin Nafi said: "Sometimes 'Umar bin 'Ali would narrated this Hadith: "Hisham bin 'Urwah from his father, from the Prophet (ﷺ),' in Mursal form, and he would not mention 'from 'Aishah' in it."