লগইন করুন
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ নাই।
২৬০৫. মাহমূদ ইবন গায়লান (রহঃ) ..... নু’মান ইবন বাশীর (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ জাহান্নামবাসীদের মধ্যে সবচে’ সহজতর শাস্তি হল সেই ব্যক্তির যার দুই পায়ের তালুর নীচে দুটো জ্বলন্ত অঙ্গার রেখে দেওয়া হবে আর সেই কারণে তার মাথার মগজ টগবগ করে ফুটতে থাকবে।
সহীহ, সহীহাহ ১৬৮০, বুখারী ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৬০৪ [আল মাদানী প্রকাশনী]
হাদিসটি হাসান-সহীহ। এই বিষয়ে আবূ হুরায়রা, আব্বাস ইবন আবদুল মুত্তালিব ও আবূ সাঈদ (রাঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।
بَابٌ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ أَهْوَنَ أَهْلِ النَّارِ عَذَابًا يَوْمَ الْقِيَامَةِ رَجُلٌ فِي إِخْمَصِ قَدَمَيْهِ جَمْرَتَانِ يَغْلِي مِنْهُمَا دِمَاغُهُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَفِي الْبَابِ عَنِ الْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ وَأَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ وَأَبِي هُرَيْرَةَ .
An-Numan bin Bashir narrated that the Messenger Of Allah (s.a.w) said:
"Indeed the person among the inhabitants of the Fire punished least [on the Day of Judgment] is a man who has two coals beneath his feet, which cause his brain to boil."