কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৪০৩৭
পরিচ্ছেদঃ ২২. জড়িয়ে পেঁচিয়ে কাপড় পরা।
৪০৩৭. মূসা ইবন ইসমাঈল (রহঃ) .... জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কাপড়ে ’সাম্মা’ ও ’ইহতিবা’ [১] থেকে নিষেধ করেছেন।
[1]‘সাম্মা’ বলা হয়- এমনভাবে চাদর গায়ে জড়ানকে, যাতে হাত চাদরের মধ্যে আবদ্ধ থাকে। এতে হঠাৎ কাপড় খুলে গিয়ে সতর অনাবৃত হয়ে পড়ার সম্ভাবনা থাকে।
আর ‘ইহতিবা’ বলা হয়-একই কাপড়ে শরীর ঢেকে বসাকে। যাতে সতর উম্মুক্ত হয়ে যাওয়ার আশংকা থাকে খুবই বেশি। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দু’ভাবে বসতে নিষেধ করেছেন।
باب فِي لِبْسَةِ الصَّمَّاءِ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الصَّمَّاءِ وَعَنْ الاِحْتِبَاءِ فِي ثَوْبٍ وَاحِدٍ .
Narrated Jabir:
The Messenger of Allah (ﷺ) forbade that a man should wrap himself completely in a garment with his hands hidden it, or sit in a single garment with his hands round his knees.