৩৯৬৩

পরিচ্ছেদঃ পরিচ্ছেদ নাই।

৩৯৬৩. আবূ মা’মার আব্দুল্লাহ (রহঃ) ..... ইবন মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি আল কুরআনের এ আয়াত এভাবে পড়েন (هَيْتَ لَكَ)। তখন শাকীক (রহঃ) বলেন, আমরা তো এভাবে পড়ি, هِئْتُ لَكَ। এ সময় ইবন মাসউদ (রা) বলেনঃ আমাকে যেভাবে শেখান হয়েছে সেভাবে পড়তে আমার ভাল লাগে।

حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرِو بْنِ أَبِي الْحَجَّاجِ الْمِنْقَرِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ شَقِيقٍ، عَنِ ابْنِ مَسْعُودٍ، أَنَّهُ قَرَأَ ‏(‏ هَيْتَ لَكَ ‏)‏ فَقَالَ شَقِيقٌ إِنَّا نَقْرَؤُهَا ‏(‏ هِئْتُ لَكَ ‏)‏ يَعْنِي فَقَالَ ابْنُ مَسْعُودٍ أَقْرَؤُهَا كَمَا عُلِّمْتُ أَحَبُّ إِلَىَّ ‏.‏


Narrated Shaqiq: Ibn Mas'ud said read the verse: "Now come, thou" (haita laka). Then Shariq said: We read it, "hi'tu laka" (I am prepared for thee). Ibn Mas'ud said: I read it as I have been taught ; it is dearer to me.