২০৬৯

পরিচ্ছেদঃ ১০৮. মুত‘আ বা ভোগ - বিবাহ।

২০৬৯. মুহাম্মদ ইবন ইয়াহ্ইয়া ..... রাবী’আ ইবন সাবুরা তাঁর পিতা হতে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্’আ বিবাহ হারাম করেছেন।

باب فِي نِكَاحِ الْمُتْعَةِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ فَارِسٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ رَبِيعِ بْنِ سَبْرَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم حَرَّمَ مُتْعَةَ النِّسَاءِ ‏.‏


Rabi' b. Saburah reported on the authority of his father: The Messenger of Allah (ﷺ) prohibited temporary marriage with women.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ