১৬৮১

পরিচ্ছেদঃ ৪১. পানি পান করানোর ফযিলত।

১৬৮১. মুহাম্মাদ ইব্‌ন কাছীর (রহঃ) ..... সা’দ ইব্‌ন উবাদা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, ইয়া রাসূলাল্লাহ্‌! আমার মাতা উম্মে সা’দ ইন্‌তিকাল করেছেন। কাজেই (তার ঈছালে ছওয়াবের জন্য) কোন্‌ ধরনের সদ্‌কাহ উত্তম? তিনি বলেনঃ পানি। অতঃপর সা’দ (রাঃ) একটি কূপ খনন করেন এবং বলেন, এই কূপের পানি বিতরণের ছাওয়াব উম্মে সা’দের জন্য নির্ধারিত। (নাসাঈ, ইব্‌ন মাজা)।

باب فِي فَضْلِ سَقْىِ الْمَاءِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ رَجُلٍ، عَنْ سَعْدِ بْنِ عُبَادَةَ، أَنَّهُ قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمَّ سَعْدٍ مَاتَتْ فَأَىُّ الصَّدَقَةِ أَفْضَلُ قَالَ ‏ "‏ الْمَاءُ ‏"‏ ‏.‏ قَالَ فَحَفَرَ بِئْرًا وَقَالَ هَذِهِ لأُمِّ سَعْدٍ ‏.‏


Narrated Sa'd ibn Ubadah: Sa'd asked: Messenger of Allah, Umm Sa'd has died; what form of sadaqah is best? He replied: Water (is best). He dug a well and said: It is for Umm Sa'd.


হাদিসের মানঃ হাসান (Hasan)
বর্ণনাকারীঃ সা'দ ইবন উবাদা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ