১৫৫৭

পরিচ্ছেদঃ যাকাত দেয়া ওয়াজিব।*

১৫৫৭। ইব্‌নুস সারহ ও সুলায়মান ইব্‌ন দাউদ (রহঃ) .... ইমাম যুহ্‌রী (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আবু বাক্‌র (রাঃ) বলেন, তার হক হল যাকাত আদায় করা। এই বর্ণনায় রাবী ’ইকালান্‌” শব্দ উল্লেখ করেছেন।

[সহিহ কিন্তু হাদিসটি এ শব্দে শাজ]

باب وُجُوبِ الزَّكَاةِ

حَدَّثَنَا ابْنُ السَّرْحِ، وَسُلَيْمَانُ بْنُ دَاوُدَ، قَالاَ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ قَالَ أَبُو بَكْرٍ إِنَّ حَقَّهُ أَدَاءُ الزَّكَاةِ وَقَالَ عِقَالاً ‏.‏ صحيح ولكنه شاذ بهذا اللفظ (الألباني


This tradition has also been transmitted by Al Zuhri through a different chain of narrators. This version has “Abu Bakr said its due is the payment of zakat.” He used the word “a rope of a Camel”


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ