কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
১৫৭
পরিচ্ছেদঃ ২/২২. দু' মোজার উপর মাসহ করা
১৫৭. মুগীরাহ ইব্নু শু’বা (রাযি.) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা আল্লাহর রসূল ﷺ প্রাকৃতিক প্রয়োজনে বাইরে গেলে তিনি (মুগীরাহ) পানিসহ একটি পাত্র নিয়ে তাঁর অনুসরণ করলেন। অতঃপর আল্লাহর রসূল ﷺ প্রাকৃতিক প্রয়োজন শেষ করে এলে তিনি তাঁকে পানি ঢেলে দিলেন। আর তিনি ﷺ উযূ করলেন এবং উভয় মোজার উপর মাসহ(মাসেহ) করলেন। (বুখারী পর্ব ৪ঃ /৪৮ হাঃ ২০৩, মুসলিম হাঃ )
সহীহুল বুখারী, পৰ্ব ৪: উযূ, অধ্যায় ৪৮, হাঃ ২০৩; মুসলিম, পর্ব ২: পবিত্রতা, অধ্যায় ২২, হাঃ ২৭৪
المسح على الخفين
حَدِيْثُ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ عَنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم أَنَّهُ خَرَجَ لِحَاجَتِهِ فَاتَّبَعَهُ الْمُغِيرَةُ بِإِدَاوَةٍ فِيهَا مَاءٌ فَصَبَّ عَلَيْهِ حِينَ فَرَغَ مِنْ حَاجَتِهِ فَتَوَضَّأَ وَمَسَحَ عَلَى الْخُفَّيْنِ