৪০৪৪

পরিচ্ছেদঃ ৬৪/১৭. উহূদ যুদ্ধ

৪০৪৪. জাবির (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, উহূদ যুদ্ধের দিন কতক সাহাবী সকাল বেলা মদ পান করেছিলেন।[1] অতঃপর তাঁরা শাহাদাত লাভ করেন। [২৮১৫] (আধুনিক প্রকাশনীঃ ৩৭৪২, ইসলামিক ফাউন্ডেশনঃ নাই)

بَاب غَزْوَةِ أُحُدٍ

أَخْبَرَنِيْ عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَمْرٍو عَنْ جَابِرٍ قَالَ اصْطَبَحَ الْخَمْرَ يَوْمَ أُحُدٍ نَاسٌ ثُمَّ قُتِلُوْا شُهَدَاءَ.


Narrated Jabir: Some people took wine in the morning of the day of Uhud and were then killed as martyrs.