লগইন করুন
পরিচ্ছেদঃ ১৩৬: শিশুদেরকে সালাম করা প্রসঙ্গে
১/ ৮৬৭। আনাস রাদিয়াল্লাহু ’আনহু হতে বর্ণিত, তিনি কতিপয় শিশুর নিকট দিয়ে অতিক্রম করার সময় তাদেরকে সালাম দিলেন এবং বললেন, ’রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ করতেন।’ (বুখারী ও মুসলিম) [1]
(136) بَابُ السَّلَامِ عَلَى الصِّبْيَانِ
عَن أَنَسٍ رضي الله عنه: أنَّهُ مَرَّ عَلَى صِبْيَانٍ، فَسَلَّمَ عَلَيْهِمْ، وَقَالَ: كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يَفْعَلُهُ. متفقٌ عَلَيْهِ
(136) Chapter: Greeting Children
Anas (May Allah be pleased with him) reported that he passed by some children and greeted them. Then he said:
"Messenger of Allah (ﷺ) used to do the same."
[Al-Bukhari and Muslim].
Commentary: By greeting children, we please their hearts and also vent our modesty. Besides, the importance of As-Salam is unconsciously felt by them. Above all it is the Sunnah of the Messenger of Allah (PBUH) and so we are supposed to put it into practice.