১৫০২

পরিচ্ছেদঃ কী ধরনের কুরবানী মুস্তাহাব?

১৫০২। আবূ সাঈদ আশাজ্জ (রহঃ) ... আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শিংওয়ালা মোটা তাজা মেষ কুরবানী করেছিলেন। এটি খেতো কালো মুখে, চলত কালো পায়ে, দেখত কালো চোখে। (অর্থাৎ উল্লেখিত অঙ্গগুলো কালো বর্ণের ছিল।) সহীহ, ইবনু মাজাহ ৩১২৮, তিরমিজী হাদিস নম্বরঃ ১৪৯৬ [আল মাদানী প্রকাশনী]

ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ-গারীব। হাফস ইবনু গিয়াস (রহঃ) -এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা অবগত নই।

باب مَا جَاءَ مَا يُسْتَحَبُّ مِنَ الأَضَاحِي ‏‏

حَدَّثَنَا أَبُو سَعِيدٍ الأَشَجُّ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ ضَحَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِكَبْشٍ أَقْرَنَ فَحِيلٍ يَأْكُلُ فِي سَوَادٍ وَيَمْشِي فِي سَوَادٍ وَيَنْظُرُ فِي سَوَادٍ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ حَفْصِ بْنِ غِيَاثٍ ‏.‏


Narrated Abu Sa'eed Al-Khudri: "The Messenger of Allah (ﷺ) slaughtered a horned male ram of fine pedigree, (around) his mouth was black, and his legs were black, and (around) his eyes was black.