লগইন করুন
পরিচ্ছেদঃ ১১. সূরা ইখলাস পাঠের ফযীলত
১৭৬০। ইসহাক ইবনু ইবরাহীম এবং আবূ বকর ইবনু আবূ শায়বা (রহঃ) ... কাতাদা (রহঃ) থেকে উক্ত সনদে হাদীসটি বর্ণনা করেছেন তবে দু’ জনের হাদীসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বানীর এ অংশও রয়েছে যে, আল্লাহ তাআলা কুরআনকে তিন-ভাগে বিভক্ত করেছেন এবং قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ কে কুরআনের অংশ সমুহের একটি গুরুত্বপূর্ণ অংশে সাব্যস্ত করেছেন।
باب فَضْلِ قِرَاءَةِ { قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ}
وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا أَبَانٌ الْعَطَّارُ، جَمِيعًا عَنْ قَتَادَةَ، بِهَذَا الإِسْنَادِ . وَفِي حَدِيثِهِمَا مِنْ قَوْلِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ اللَّهَ جَزَّأَ الْقُرْآنَ ثَلاَثَةَ أَجْزَاءٍ فَجَعَلَ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ جُزْءًا مِنْ أَجْزَاءِ الْقُرْآنِ " .
This hadith has been narrated by Qatada with the same chain of transmitters in these words:
He (the Messenger of Allah) said: Allah divided the Qur'an into three parts, and he made:" Say: He, Allah is One." one part out of the (three) parts of the Qur'an.