পরিচ্ছেদঃ ২৬: দ্বিতীয় খুৎবায় আয়াত পাঠ করা এবং তাতে যিকর করা
১৫৮৪. মুহাম্মাদ ইবনু বাশশার (রহ.) ..... জাবির ইবনু সামুরাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী (সা.) দাড়িয়ে খুৎবাহ্ দিতেন, অতঃপর বসতেন, আবার দাঁড়াতেন এবং কিছু আয়াত তিলাওয়াত করতেন এবং আল্লাহর যিকর করতেন। আর তাঁর খুৎবাহ ছিল পরিমিত এবং তাঁর সালাতও ছিল পরিমিত।
باب الْقِرَاءَةِ فِي الْخُطْبَةِ الثَّانِيَةِ وَالذِّكْرِ فِيهَا
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قال: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، قال: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سِمَاكٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قال: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ قَائِمًا، ثُمَّ يَجْلِسُ، ثُمَّ يَقُومُ وَيَقْرَأُ آيَاتٍ وَيَذْكُرُ اللَّهَ، وَكَانَتْ خُطْبَتُهُ قَصْدًا وَصَلَاتُهُ قَصْدًا . تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۱۴۱۹ (صحیح) صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1585 - حسن
Recitation and remembrance during the second Khutbah
It was narrated that Jabir bin Samurah said: The Prophet (ﷺ) used to deliver the Khutbah standing, then he would sit down, then he would stand up and recite some verses and remember Allah (SWT). And his Khutbah was moderate in length, and his prayer was moderate in length.