পরিচ্ছেদঃ দুই সিজদা শেষে উঠার সময় তাকবীর বলবে
৪৬১) আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত, তিনি একদা নামাযের ইমামতি করলেন। তিনি প্রথম সিজদা হতে মাথা উঠানোর সময়, সিজদায় যাওয়ার সময়, দ্বিতীয় সিজদা হতে মাথা উঠানোর সময় এবং দু’রাকআত নামায পড়ে (তাশাহ্হুদের পর) তৃতীয় রাকআতের জন্য দাঁড়ানোর সময় উচ্চস্বরে তাকবীর পাঠ করলেন। অতঃপর তিনি বললেনঃ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এরূপই করতে দেখেছি।
باب يُكَبِّرُ وَهْوَ يَنْهَضُ مِنَ السَّجْدَتَيْنِ
৪৬১ـ عَنْ أَبِيْ سَعِيْدٍ الْخُدْرِيِّ : أَنَّهُ صَلَّى، فَجَهَرَ بِالتَّكْبِيرِ حِينَ رَفَعَ رَأْسَهُ مِنَ السُّجُودِ، وَحِينَ سَجَدَ وَحِينَ رَفَعَ، وَحِينَ قَامَ مِنَ الرَّكْعَتَيْنِ، وَقَالَ هَكَذَا رَأَيْتُ النَّبِيَّ . (بخارى:৮২৫)
Saying Takbir on rising from the two prostrations
Narrated Abu Sa`id:
He led us in the prayer and said the Takbir aloud on arising from the prostration, and on prostrating, on rising again, and on getting up from the second rak`a. Abu Sa`id said, "I saw the Prophet doing the same."