হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৪১৫

পরিচ্ছেদঃ শিশুর কান্না শুনে নামায সংক্ষেপ করা

৪১৫) আবু কাতাদাহ (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ দীর্ঘ করে নামায আদায় করার জন্য কখনও আমি নামাযে দাঁড়াই। কিন্তু নামাযে দাঁড়ানোর পর শিশুর কান্না শুনতে পেয়ে আমি আমার নামায সংক্ষেপ করে দেই। কারণ দীর্ঘ করে নামায পড়ে আমি শিশুর মাকে কষ্টের ভিতরে ফেলাকে অপছন্দ করি।

باب مَنْ أَخَفَّ الصَّلاَةَ عِنْدَ بُكَاءِ الصَّبِيِّ

৪১৫ـ عَنْ أَبِي قَتَادَةَ : عَنِ النَّبِيِّ قَالَ إِنِّي لأَقُومُ فِي الصَّلاةِ أُرِيدُ أَنْ أُطَوِّلَ فِيهَا، فَأَسْمَعُ بُكَاءَ الصَّبِيِّ، فَأَتَجَوَّزُ فِي صَلاتِي، كَرَاهِيَةَ أَنْ أَشُقَّ عَلَى أُمِّهِ

Whoever cuts short As-Salat (the prayer) on hearing the cries of a child.


Narrated 'Abi Qatada:

"The Prophet (ﷺ) said, 'When I stand for prayer, I intend to prolong it but on hearing the cries of a child, I cut it short, as I dislike to trouble the child's mother.' "


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ