হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৪১৩
পরিচ্ছেদঃ নামাযে কিয়াম সংক্ষিপ্ত করা এবং রুকূ-সেজদা পরিপূর্ণরূপে আদায় করা ইমামের কর্তব্য
৪১৩) মুআয (রাঃ)এর হাদীছটি জাবের (রাঃ) থেকেও বর্ণনা করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুআযকে লক্ষ্য করে বলেছেনঃ তুমি নামাযে ‘সাবিবহিস্মা রাবিবকাল আ’লা’, ওয়াস্ সামসি ওয়া যুহাহা এবং ওয়াল্ লাইলি ইযা ইয়্যাগশাহা পড়না কেন? (সূরা আলা, শামস লাইল এবং এ ধরণের ছোট সূরা পড় না কেন?)
باب تَخْفِيفِ الإِمَامِ فِي الْقِيَامِ وَإِتْمَامِ الرُّكُوعِ وَالسُّجُودِ
৪১৩ـ عن جَابِرٍ حديث معاذ وأن النبي قَالَ لَهُ فَلَوْلا صَلَّيْتَ بِسَبِّحِ اسْمَ رَبِّكَ وَالشَّمْسِ وَضُحَاهَا وَاللَّيْلِ إِذَا يَغْشَى