হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৩৪৬

পরিচ্ছেদঃ ইশার নামাযের পূর্বে যার ঘুম এসে যায় সে ঘুমাতে পারবে

৩৪৬) ইশার নামায দেরী করে পড়া এবং উমার (রাঃ) কর্তৃক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ডাক দেয়ার হাদীছটি পূর্বে অতিক্রান্ত হয়েছে। তবে এখানে এতটুকু অতিরিক্ত আছে যে, আয়েশা বলেনঃ সূর্যাস্তের পর পশ্চিম আকাশের লালিমা বিলুপ্ত হওয়া থেকে শুরু করে রাত্রের প্রথম এক তৃতীয়াংশের মধ্যে ইশার নামায আদায় করতেন।

باب النَّوْمِ قَبْلَ الْعِشَاءِ لِمَنْ غُلِبَ

৩৪৬ـ حَدِيث أَعْتَمَ رَسُولُ اللَّهِ بِالْعِشَاءِ حَتَّى نَادَاهُ عُمَرُ تَقَدَّمَ، وَ في هذا زيادة، قَالَتْ: وَكَانُوا يُصَلُّونَ فِيمَا بَيْنَ أَنْ يَغِيبَ الشَّفَقُ إِلَى ثلُث اللَّيْلِ الأَوَّلِ.

Sleeping before the 'Isha prayer if (one is) over-whelmed by it (sleep)


`Aisha said, "The Prophet (ﷺ) used to offer the `Isha' prayer in the period between the disappearance of the twilight and the end of the first third of the night."