হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৩১৭

পরিচ্ছেদঃ নামাযীর সামনে দিয়ে অতিক্রমকারীর গুনাহ

৩১৭) আবু জুহাইম (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ নামাযীর সম্মুখ দিয়ে অতিক্রমকারী যদি জানত এতে কত গুনাহ রয়েছে তবে নামাযীর সামনে দিয়ে অতিক্রম করার চেয়ে চল্লিশ----পর্যন্ত দাঁড়িয়ে থাকাকে উত্তম মনে করত। হাদীছের বর্ণনাকারী বলেনঃ চল্লিশ দিন বলেছেন, না চল্লিশ মাস না চল্লিশ বছর তা আমার মনে পড়ছেনা।

باب إِثْمِ الْمَارِّ بَيْنَ يَدَىِ الْمُصَلِّي

৩১৭ـ عن أَبِي جُهَيْمٍ قَالَ: قَالَ: رَسُولُ اللَّهِ لَوْ يَعْلَمُ الْمَارُّ بَيْنَ يَدَيِ الْمُصَلِّي مَاذَا عَلَيْهِ، لَكَانَ أَنْ يَقِفَ أَرْبَعِينَ خَيْرًا لَهُ مِنْ أَنْ يَمُرَّ بَيْنَ يَدَيْه. قَالَ الراوي: لا أَدْرِي أَقَالَ: أَرْبَعِينَ يَوْمًا أَوْ شَهْرًا أَوْ سَنَةً

The sin of a person who passes in front of a person offering Salat


Narrated Busr bin Sa`id:

that Zaid bin Khalid sent him to Abi Juhaim to ask him what he had heard from Allah's Messenger (ﷺ) about a person passing in front of another person who was praying. Abu Juhaim replied, "Allah's Messenger (ﷺ) said, 'If the person who passes in front of another person in prayer knew the magnitude of his sin he would prefer to wait for 40 (days, months or years) rather than to pass in front of him." Abu An-Nadr said, "I do not remember exactly whether he said 40 days, months or years."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ