পরিচ্ছেদঃ কেউ যদি ক্রুশচিহ্ন বিশিষ্ট অথবা ছবিযুক্ত কাপড় পরিধান করে নামায পড়ে তাহলে কি তার নামায নষ্ট হয়ে যাবে?
২৪২) আনাস বিন মালেক (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আয়েশা (রাঃ)এর একটি নকশাযুক্ত পাতলা রঙ্গিন কাপড় ছিল। তিনি কাপড়টিকে ঘরের এক পার্শ্বে পর্দা হিসাবে লাগিয়েছিলেন। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ আমাদের নিকট থেকে তোমার এই পর্দাটি সরিয়ে ফেল। কারণ কাপড়ের ছবিগুলো নামায অবস্থায় বার বার আমার সামনে ভেসে উঠে।
بَاب إِنْ صَلَّى فِي ثَوْبٍ مُصَلَّبٍ أَوْ تَصَاوِيرَ هَلْ تَفْسُدُ صَلَاتُه
২৪২- عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ كَانَ قِرَامٌ لِعَائِشَةَ سَتَرَتْ بِهِ جَانِبَ بَيْتِهَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمِيطِي عَنَّا قِرَامَكِ هَذَا فَإِنَّهُ لَا تَزَالُ تَصَاوِيرُهُ تَعْرِضُ فِي صَلَاتِي
If someone offers Salat (prayer) in a garment bearing marks of a cross or picture, will he Salat be annulled? And what is forbidden thereof
Narrated Anas:
`Aisha had a Qiram (a thin marked woolen curtain) with which she had screened one side of her home. The Prophet (ﷺ) said, "Take away this Qiram of yours, as its pictures are still displayed in front of me during my prayer (i.e. they divert my attention from the prayer).