হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৩৭৩

পরিচ্ছেদঃ ১৩) পাঁচ ওয়াক্ত নামায আদায় করা উহার প্রতি যত্নবান হওয়া এবং উহা ওয়াজেব হওয়ার ব্যাপারে ঈমান রাখার প্রতি উদ্বুদ্ধকরণ

৩৭৩. (সহীহ লি গাইরিহী) উক্ত হাদীছটি ইবনে মাজাহ, ইবনে হিব্বান, বায়হাক্বী সকলে তালহা বিন উবায়দুল্লাহ (রাঃ) হতে বর্ণনা করেছেন প্রায় একই ভাবে তবে আরো একটু দীর্ঘ করে।

ইবনে মাজা ও ইবনে হিব্বানের বর্ণনায় অতিরিক্ত বলা হয়েছেঃ ’’তাদের উভয়ের মাঝে আসমান এবং যমিনের মধ্যবর্তী বরাবর দূরত্ব রয়েছে ছালাত, ছিয়াম ও এই সমস্ত নেক আমলের মাধ্যমে।’’ (হাদিসটি বর্ণনা করেছেন ইমাম ইবনে মাজাহ ৩৯২৫, ইবনে হিব্বান ২৯২৭)

الترغيب في الصلوات الخمس والمحافظة عليها والإيمان بوجوبها

(صحيح لغيره) ورواه ابن ماجه وابن حبان في صحيحه والبيهقي كلهم عن طلحة بنحوه أطول منه وزاد ابن ماجه وابن حبان في آخره فلما بينهما أبعد من السماء والأرض


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ