হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
২৭১

পরিচ্ছেদঃ ৬) প্রয়োজনীয় স্থানে মসজিদ নির্মাণের প্রতি উদ্বুদ্ধকরণ

২৭১. (সহীহ্) জাবের (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্  (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ ’’যে ব্যক্তি পানির জন্য (নদী বা কুপ) খনন করবে। অতঃপর সেখান থেকে যে কোন তৃষ্ণার্ত প্রাণী জিন বা মানুষ বা পাখি যে কেউ পান করবে, তবে আল্লাহ্‌ তাকে কিয়ামত দিবসে তার প্রতিদান প্রদান করবেন। আর যে ব্যাক্তি পাখির বাসার অনুরূপ বা তার চাইতে ছোট আকারে আল্লাহর উদ্দেশ্যে একটি মসজিদ তৈরী করবে, আল্লাহ তার জন্যে জান্নাতে একটি ঘর তৈরী করবেন।’’

(ইবনু খুযায়মাহ [সহীহ্] গ্রন্থে ২/১৬৯ এবং ইবনু মাজাহ সহীহ্ সনদে ৭৩৮ শুধুমাত্র মসজিদের কথা উল্লেখ করে হাদীছটি বর্ণনা করেন।)

الترغيب في بناء المساجد في الأمكنة المحتاجة إليها

(صحيح) و عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ ، أنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ: مَنْ حَفَرَ مَاءً لَمْ يَشْرَبْ مِنْهُ كَبِدٌ حَرِيٌّ مِنْ جِنٍّ وَلاَ إِنْسٍ وَلاَ طَائِرٍ إِلاَّ آجَرَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ ، وَمَنْ بَنَى مَسْجِدًا كَمَفْحَصِ قَطَاةٍ ، أَوْ أَصْغَرَ بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ. رواه ابن خزيمة في صحيحه وروى ابن ماجه منه ذكر المسجد فقط بإسناد صحيح


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ