হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৪৩
পরিচ্ছেদঃ ১) কুরআন ও সুন্নাহর অনুসরণের প্রতি উৎসাহ দান
৪৩. (সহীহ্) ইবনে মাসউদ থেকে বর্ণিত মাওকূফ সূত্রে যে হাদীছটি (যঈফ তারগীব গ্রন্থে) উল্লেখ হয়েছে তা উত্তম সনদে জাবের থেকে মারফূ’ সূত্রে বর্ণিত হয়েছে।[1]
[1] . হাদীছটি কুরআনের ফযীলত অধ্যায়ে ‘কুরআন পাঠ করার প্রতি উদ্বুদ্ধকরণ’ অধ্যায়ে আসবে। ইনশাআল্লাহ।
الترغيب في اتباع الكتاب والسنة
-