হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৯৯৯

পরিচ্ছেদঃ ৭১: ‘ইশার সালাতে ‘ওয়াশ শামসি ওয়াযুহা-হা-’ পাঠ করা

৯৯৯. মুহাম্মাদ ইবনু আলী ইবনুল হাসান ইবনু শাক্বীক্ব (রহ.) ..... ’আবদুল্লাহ ইবনু বুরয়দাহ (রহ.) হতে বর্ণিত। তিনি তাঁর পিতা বুরয়দাহ্ (রাঃ) হতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা.) ’ইশার সালাতে “ওয়াশশামসি ওয়াযুহা-হা-” (৯১. সূরাহ্ আহ্ শামস) বা এ জাতীয় অন্যান্য সূরাহ্ পাঠ করতেন।

القراءة في العشاء الآخرة بالشمس وضحاها

خْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ الْحَسَنِ بْنِ شَقِيقٍ، ‏‏‏‏‏‏قال:‏‏‏‏ حَدَّثَنَا أَبِي، ‏‏‏‏‏‏قال:‏‏‏‏ أَنْبَأَنَا الْحُسَيْنُ بْنُ وَاقِدٍ، ‏‏‏‏‏‏عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، ‏‏‏‏‏‏عَنْ أَبِيهِ، ‏‏‏‏‏‏أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقْرَأُ فِي صَلَاةِ الْعِشَاءِ الْآخِرَةِ بِ الشَّمْسِ وَضُحَاهَا وَأَشْبَاهِهَا مِنَ السُّوَرِ . تخریج دارالدعوہ: سنن الترمذی/الصلاة ۱۱۵ (۳۰۹)، (تحفة الأشراف: ۱۹۶۲)، مسند احمد ۵/۳۵۴، ۳۵۵ (صحیح) صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1000 - صحيح

71. Reciting: "By The Sun And Its Brightness" In 'Isha'


It was narrated from Abdullah bin Buraidah, from his father, that: The Messenger of Allah (ﷺ) used to recite 'By the sun and its brightness' and similar surahs in Isha'.