পরিচ্ছেদঃ ১৯: রেশমী বস্ত্রে সালাত আদায় করা
৭৭০. কুতায়বাহ্ ও ’ঈসা ইবনু হাম্মাদ (রহ.) ..... ’উকবাহ্ ইবনু ’আমির (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) -কে একটি রেশমী কাবা হাদিয়্যাহ দেয়া হয়েছিল। তিনি (সা.) তা পরে সালাত আদায় করলেন। কিন্তু সালাত আদায় করে অতি দ্রুত অপছন্দকারীর ন্যায় তা খুলে ফেললেন। অতঃপর তিনি (সা.) বলেন, এটা মুত্তাকীদের জন্যে উপযুক্ত নয়।
الصلاة في الحرير
أَخْبَرَنَا قُتَيْبَةُ، وَعِيسَى بْنُ حَمَّادٍ زُغْبَةُ، عَنْ اللَّيْثِ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قال: أُهْدِيَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرُّوجُ حَرِيرٍ فَلَبِسَهُ ثُمَّ صَلَّى فِيهِ، ثُمَّ انْصَرَفَ فَنَزَعَهُ نَزْعًا شَدِيدًا كَالْكَارِهِ لَهُ، ثُمَّ قَالَ: لَا يَنْبَغِي هَذَا لِلْمُتَّقِينَ . تخریج دارالدعوہ: صحیح البخاری/الصلاة ۱۶ (۳۷۵)، اللباس ۱۲ (۵۸۰۱)، صحیح مسلم/الصلاة ۲ (۲۰۷۵)، (تحفة الأشراف: ۹۹۵۹)، مسند احمد ۴/۱۴۳، ۱۴۹، ۱۵۰ (صحیح) صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 771 - صحيح
19. Praying In Silk
It was narrated that 'Uqbah bin Amir said: A silken Farruj was presented to the Messenger of Allah (ﷺ) and he put it on and offered the prayer in it, then when he had finished the prayer he tore it off as if he disliked it and said:'This is not befitting for those who have Taqwa.'