পরিচ্ছেদঃ
ذِكْرُ إِرَادَةِ اللَّهِ جَلَّ وَعَلَا خَيْرَ الدَّارَيْنِ بِمَنْ تَفَقَّهَ فِي الدِّينِ
যে ব্যক্তি দ্বীনের তাফাক্কুহ বা গভীরজ্ঞান অর্জন করেছে, আল্লাহ আযযা ওয়া জাল্লা এর ইচ্ছা এর মাধ্যমে তাকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণ দান করা- এ সম্পর্কিত বর্ণনাঃ
৮৯. হুমায়দ ইবনু ’আবদুর রহমান (রহ.) হতে বর্ণিত। তিনি বলেনঃ আমি মু’আবিয়াহ ইবনু আবী সুফিয়ান (রাযি.)-কে খুৎবায় বলতে শুনেছি, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছি, আল্লাহ্ যার মঙ্গল চান, তাকে দ্বীনের ’তাফাক্কুহ (গভীর প্রজ্ঞা) দান করেন।[1]
أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنَا يُونُسُ عَنِ ابْنِ شِهَابٍ قَالَ: أَخْبَرَنِي حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: (مَنْ يُردِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقّهْهُ في الدِّيْنِ) = [2: 1] [تعليق الشيخ الألباني] صحيح - ((الصحيحة)) (1194). الحديث: 89 ¦ الجزء: 1 ¦ الصفحة: 204