হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৬১৪৮
পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদ - নবী (সা.) -এর পরিবার-পরিজনদের মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১৪৮-[১৪] উক্ত রাবী [ইবনু আব্বাস (রাঃ)] হতে বর্ণিত। তিনি বলেন, একদিন নবী (সা.) টয়লেটে প্রবেশ করলেন। এ সময় তাঁর জন্য আমি উযূর পানি রেখে দিলাম। অতঃপর তিনি (সা.) বাইরে এসে জিজ্ঞেস করলেন, এ পানি এখানে কে রেখেছে? তাঁকে অবহিত করা হলো তখন তিনি (সা.) দু’আ করলেন, হে আল্লাহ! তাকে দীনের জ্ঞান দান কর। (বুখারী ও মুসলিম)
সহীহ: বুখারী ১৪৩, মুসলিম ১৩৮-(২৪৭৭), মুসনাদে আহমাদ ২৩৯৭, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ ৩২২২৩, সহীহ ইবনু হিব্বান ৭০৫৫, আল মু'জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১০৪৬৭, আল মু'জামুস্ সগীর লিত্ব তবারানী ৫৪২, আল মু'জামুল আওসাত্ব ১৪২২, আল মুসতাদরাক লিল হাকিম ৬২৮০।
الفصل الاول (بَابِ مَنَاقِبِ أَهْلِ)
وَعَنْهُ قَالَ: إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ الْخَلَاءَ فَوَضَعْتُ لَهُ وَضُوءًا فَلَمَّا خَرَجَ قَالَ: «مَنْ وَضَعَ هَذَا؟» فَأُخْبِرَ فَقَالَ: «اللَّهُمَّ فقهه فِي الدّين» . مُتَّفق عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (143) و مسلم (138 / 2477)، (6368) ۔ (مُتَّفق عَلَيْهِ)