হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৬১৪৭
পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদ - নবী (সা.) -এর পরিবার-পরিজনদের মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১৪৭-[১৩] ইবনু ’আব্বাস (রাঃ) বর্ণিত। তিনি বলেন, নবী (সা.) আমাকে একদিন তার বুকের সাথে জড়িয়ে বললেন, হে আল্লাহ! একে হিকমাত শিক্ষা দান করুন। অপর এক বর্ণনায় আছে, একে কিতাব (কুরআন)-এর জ্ঞান দান করুন। (বুখারী)
সহীহ: বুখারী ৩৭৫৬, তিরমিযী ৩৮২৪, ইবনু মাজাহ ১৬৬, সহীহ ইবনু হিব্বান ৭০৫৪, আস্ সুনানুল কুবরা লিন্ নাসায়ী ৮১৭৯, হিলইয়াতুল আওলিয়া ১/৩১৫, আল মু'জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১০৪৩৬, আল মু'জামুল আওসাত্ব ৭৭০২।
الفصل الاول (بَابِ مَنَاقِبِ أَهْلِ)
وَعَن ابْن عَبَّاس قَالَ: ضَمَّنِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى صَدْرِهِ فَقَالَ: «اللَّهُمَّ عَلِّمْهُ الْحِكْمَةَ» وَفِي رِوَايَة: «علمه الْكتاب» . رَوَاهُ البُخَارِيّ رواہ البخاری (3756) ۔ (صَحِيح)