হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৬০৪২
পরিচ্ছেদঃ দ্বিতীয় অনুচ্ছেদ - উমার ফারূক (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০৪২-[৮] ইবনু উমার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন: আল্লাহ তা’আলা ’উমার-এর মুখে এবং তাঁর হৃদয়ে হক কথা রেখে দিয়েছেন। (তিরমিযী)
সহীহ: তিরমিযী ৩৬৮২, ইবনু মাজাহ ১০৮, সহীহুল জামি' ১৭৩৬, মুসনাদে আহমাদ ৯২০২, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ্ ৩১৯৮৬, সহীহ ইবনু হিব্বান ৬৮৮৯, আল মুজামুল কাবীর লিত তবারানী ১৮৭, আল মু'জামুল আওসাত্ব ২৮৯, আল মুসতাদরাক লিল হাকিম ৪৫০১।
اَلْفصْلُ الثَّنِفْ ( بَاب مَنَاقِب عمر)
عَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ جَعَلَ الْحَقَّ عَلَى لِسَانِ عُمَرَ وَقَلْبِهِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ صحیح ، رواہ الترمذی (3682 وقال : حسن صحیح غریب) ۔ (حسن)