হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
১৬১০
পরিচ্ছেদঃ ৪৪/৩০. আবদুল্লাহ বিন আব্বাস (রাঃ)-এর মর্যাদা।
১৬১০. ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত। একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়খানায় গেলেন, তখন আমি তাঁর জন্য উযূর পানি রাখলাম। তিনি জিজ্ঞেস করলেনঃ ’এটা কে রেখেছে?’ তাঁকে জানানো হলে তিনি বললেনঃ হে আল্লাহ্! তুমি তাকে দীনের জ্ঞান দান কর।
সহীহুল বুখারী, পৰ্ব ৪: উযূ, অধ্যায় ১০, হাঃ ১৪৩; মুসলিম, পর্ব ৪৪ : সাহাবাগণের মর্যাদা, অধ্যায়, ৩০, হাঃ ২৪৭৭
فضائل عبد الله بن عباس رضي الله عنهما
حديث ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، دَخَلَ الْخَلاَءَ، فَوَضَعْتُ لَهُ وَضُوءًا، قَالَ: مَنْ وَضَعَ هذَا فَأُخْبِرَ فَقَالَ: اللهُمَّ فَقِّهْهُ فِي الدِّينِ