হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৩২৫৬
পরিচ্ছেদঃ ১৩. অসুস্থ ব্যক্তির ওয়াসীয়াত
৩২৫৬. শাইবানী (রহঃ) হতে বর্ণিত, আমির (রহঃ) বলেন, অসুস্থ ব্যক্তির ক্রয়-বিক্রয় ও বিবাহ জায়িয (বৈধ), তবে তা এক-তৃতীয়াংশ থেকে (অধিক) হতে পারবে না।[1]
[1] তাহক্বীক্ব: এর সনদ হাসান, শারীক এর কারণে।
তাখরীজ: ইবনু আবী শাইবা ৪/৩৬২ যয়ীফ সনদে।
باب وَصِيَّةِ الْمَرِيضِ
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ حَدَّثَنَا شَرِيكٌ عَنْ الشَّيْبَانِيِّ عَنْ عَامِرٍ قَالَ يَجُوزُ بَيْعُ الْمَرِيضِ وَشِرَاؤُهُ وَنِكَاحُهُ وَلَا يَكُونُ مِنْ الثُّلُثِ