হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
১৪৮৬
পরিচ্ছেদঃ ৭৪. আল-কুরআনের সিজদাসমূহ
১৪৮৬(৪). মুহাম্মাদ ইবনে আহমাদ ইবনে যায়েদ আল-হাতায়ী (রহঃ) ... উমার ইবনে যার (রহঃ) কর্তৃক তার সনদ সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সূরা সাদ-এর সিজদা সম্পর্কে বর্ণিত। দাউদ (আ.) তাঁর তওবা কবুল হওয়ায় এ তাতে সিজদা করেছেন, আর আমরা কৃতজ্ঞতা প্রকাশার্থে তাতে সিজদা করি।
بَابُ سُجُودِ الْقُرْآنِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ زَيْدٍ الْحِنَّائِيُّ نَا مُوسَى بْنُ عَلِيِّ بْنِ مُوسَى الْخُتَّلِيُّ نَا رَجَاءُ بْنُ سَعِيدٍ الْبَزَّازُ ، ثَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ عَنْ عُمَرَ بْنِ ذَرٍّ بِإِسْنَادِهِ عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فِي السَّجْدَةِ الَّتِي فِي ( ص ) : " سَجَدَهَا دَاوُدُ تَوْبَةً وَنَحْنُ نَسْجُدُهَا شُكْرًا