হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৪২২১
পরিচ্ছেদঃ দ্বিতীয় অনুচ্ছেদ
৪২২১-[৬৩] আবূ উসায়দ আল আনসারী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা যায়তূনের তেল খাও এবং তা গায়ে মালিশ করো। কারণ তা একটি কল্যাণময় বৃক্ষ হতে (নির্গত)। (তিরমিযী, ইবনু মাজাহ ও দারিমী)[1]
[1] সহীহ : তিরমিযী ১৮৫১, ইবনু মাজাহ ১৩১৯, দারিমী ২০৫২, মুসনাদে আহমাদ ১৬০৫৪, মুসান্নাফ ‘আবদুর রায্যাক ১৯৫৬৬৮, শু‘আবুল ঈমান ৫৯৩৮, সহীহুল জামি‘ ৪৪৯৮, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২১২৭, সিলসিলাতুস্ সহীহাহ্ ৩৭৯।
الْفَصْلُ الثَّانِي
وَعَن أبي أُسَيدٍ الْأَنْصَارِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَلُوا الزَّيْتَ وَادَّهِنُوا بِهِ فَإِنَّهُ مِنْ شَجَرَةٍ مُبَارَكَةٍ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ وَالدَّارِمِيُّ
ব্যাখ্যাঃ যে গাছ হতে তেল বের করা হয় তা বারাকাতপূর্ণ গাছ। এখানে বারাকাতপূর্ণ গাছ দ্বারা উদ্দেশ্য হলো অধিক পরিমাণে উপকার পাওয়া। (তুহফাতুল আহওয়াযী ৫ম খন্ড, হাঃ ১৮৫২)