হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৪১৪৫
পরিচ্ছেদঃ ২. দ্বিতীয় অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১৪৫-[৪২] ’আবদুল্লাহ ইবনু ’আব্বাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার প্রকারের জীবকে বধ করতে নিষেধ করেছেন। পিপীলিকা, মৌমাছি, হুদহুদ ও সুরাদ। (আবূ দাঊদ ও দারিমী)[1]
[1] সহীহ : আবূ দাঊদ ৫২৬৭, ইবনু মাজাহ ৩২২৪, দারিমী ১৯৯৯, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২৯৯০, মুসান্নাফ ‘আবদুর রায্যাক ৮৪১৫, মুসনাদে আহমাদ ৩০৬৬, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৫৫৯৬, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৯৮৫৬, আস্ সুনানুস্ সুগরা ৪২৩১।
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ قَتْلِ أَرْبَعٍ مِنَ الدَّوَابِّ: النَّمْلَةِ وَالنَّحْلَةِ وَالْهُدْهُدُ وَالصُّرَدُ. رَوَاهُ أَبُو دَاوُدَ وَالدَّارِمِيُّ