হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৪০৬৮
পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদ
৪০৬৮-[৫] উক্ত রাবী [আবূ সা’লাবাহ্ আল খুশানী (রাঃ)] হতে বর্ণিত যে, যে ব্যক্তি তিনদিন পর তার শিকার পায়, সে ব্যক্তি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তা দুর্গন্ধময় না হওয়া পর্যন্ত খেতে পারে। (মুসলিম)[1]
[1] সহীহ : সহীহ মুসলিম ৫০৯৫, নাসায়ী ৪৩০৩, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৯৩৮৪, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৮০২২।
الْفَصْلُ الْأَوَّلُ
وَعَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي الَّذِي يُدْرِكُ صَيْدَهُ بَعْدَ ثَلَاثٍ: «فكله مَا لم ينتن» . رَوَاهُ مُسلم