হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১১৯৩

পরিচ্ছেদঃ

১১৯৩। আরাফার দিবসটি যদি জুম’আর দিবসের সাথে মিলে যায় তাহলে সূর্য উদিত হওয়া দিনগুলোর মধ্যে সে দিনটিই সর্বোত্তম। সে দিনের হাজ্জ অন্যান্য দিনের সত্তরটি হাজের চেয়েও বেশী উত্তম।

হাদিসটির কোন ভিত্তি নেই।

হাফিয সাখাবী "আল-ফাতাওয়াল হাদীসাহ" গ্রন্থে (কাফ- ২/১০৫) বলেনঃ হাদীসটিকে রাযীন তার "আল-জামে" গ্রন্থে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মারফু হিসেবে উল্লেখ করেছেন। এটিকে বর্ণনাকারী সাহাবীর নাম উল্লেখ করেননি। এ কথাও বলেননি যে কে বর্ণনা করেছেন।

خير يوم طلعت عليه الشمس يوم عرفة إذا وافق يوم جمعة، وهو أفضل من سبعين حجة في غيرها لا أصل له - قال السخاوي في " الفتاوى الحديثية " (ق 105/2) " ذكره رزين في " جامعه " مرفوعا إلى النبي صلى الله عليه وسلم، ولم يذكر صحابيه، ولا من خرجه. والله أعلم


হাদিসের মানঃ জাল (Fake)
পুনঃনিরীক্ষণঃ